মালদা

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার বিভাগে চুরি

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার বিভাগে কম্পিউটারের সামগ্ৰি চুরি হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। সোমবার সকাল সাড়ে ১০ টা নাগাদ কর্মীর এসে দেখেন ইঞ্জিনিয়ার বিভাগে থাকা কম্পিউটার ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। এই ঘটনা দেখে সন্দেহ হয় চুরির। এরপরই নজরে আসে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নেই। গোটা বিষয়টি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে জানিয়েছেন ইঞ্জিনিয়ার অর্নিবান গুন। জানানো হয়েছে ইংরেজবাজার থানায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। বিশ্ব বিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে। তারপরও কি করে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে ধন্ধে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী, আধিকারিকেরা। যদিও বিশ্ব বিদ্যালয়ের তরফে জানা গেছে ওই কম্পিউটারে অনেক তথ্য মজুত ছিল।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ইঞ্জিয়ার অনির্বাণ গুণ জানান, ইঞ্জিনিয়ারিং দপ্তরের কর্মীরা দেখতে পায় দুটি কম্পিউটারের র‍্যাম, প্রসেসার, কি বোর্ড, মাদার বোর্ড চুরি গেছে, এই সম্পর্কে রেজিস্টারকে তিনি জানায়। সকলে মিলে ঘটনাস্থল ঘুরে দেখেন। ওই কম্পিউটারের মধ্যে বিভিন্ন দপ্তরের কাজ কর্ম রেজিস্টার করা থাকে বলে তিনি উল্লেখ করেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/lP1lwdJHfgs